ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারব: জামায়াত আমির

jamaat rukon sommelon

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেভাবে দল পরিচালনা করেছে, সেভাবেই দেশ পরিচালনা করতেও সক্ষম।”

তিনি দাবি করেন, জামায়াত নেতাদের কোনো ‘বেগম পাড়া’ বা ‘পি.সি. পাড়া’ নেই, যা বর্তমানে বিতর্কিত উপাধিতে পরিণত হয়েছে কিছু রাজনৈতিক নেতার জন্য।

গত দেড় দশকের বিচার ব্যবস্থাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, “গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে। আমরা চাই, রাজনীতি হোক মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে চাই।”

এই সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের রুকন সদস্য এবং ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।