জকসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ

jagannath university jcsu election

২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকারের ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। ১৪ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। ফলে রিয়াজুল ইসলামের চেয়ে ২৪৯ ভোটে এগিয়ে আছেন এ কে এম রাকিব।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনা শেষে এসব ফলাফল ঘোষণা করা হয়।

সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। প্রাণিবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও এ কে এম রাকিব উভয়েই সমান ১২৮ ভোট করে পান। তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন। সেখানে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩১ ভোট এবং তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, হল সংসদসহ বাকি আরও ২৫টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।