প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে জনগণের গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন,
“জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে।”
তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে উল্লেখ করে বলেন,
“আজকের এই দিনটি তাদের আত্মত্যাগের ফল। যারা প্রাণ দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা কষ্টে আছেন—তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সনদের মধ্য দিয়ে দেশের সংবিধান ও সরকার পরিচালনায় বড় পরিবর্তন আসছে। তিনি বলেন,
“গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের ভেতরে এসেছে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কাঠামো ও নতুন আশা।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, এই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লাখো মানুষ সরাসরি সম্প্রচার দেখে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন।