‘জুলাই সনদে স্বীকৃতি না পেলে রোববার মহাসড়ক অবরোধ’—ঘোষণা জুলাই যোদ্ধা সংসদের

july fighters

২০২৪ সালের গণ–অভ্যুত্থানে নিহতদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতিসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধা সংসদ।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের ১২ নম্বর ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাসুদ রানা এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের দাবিগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আগামী রোববার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব জেলা শহরের মহাসড়কে অবরোধ পালন করা হবে।”

মাসুদ রানা অভিযোগ করেন, দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় এবং পরে সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। প্রশাসনকে আশ্বাস দিয়েছিলাম সকাল ১০টা পর্যন্ত অবস্থান চলবে। কিন্তু কোনো আলোচনা ছাড়াই হঠাৎ আক্রমণ চালানো হয়।” তার দাবি, এতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,

“আমাদের রক্তের বিনিময়ে জুলাই সনদ তৈরি হয়েছে। সেখানে আমাদের রক্তের স্বীকৃতি থাকা উচিত ছিল। কিন্তু সরকার সেটি অস্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ এক মাস ধরে সরকার ও ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের দাবিগুলো দেখেছেন এবং সংশোধনের পরামর্শ দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জুলাই সনদে আমাদের কোনো দাবি অন্তর্ভুক্ত করা হয়নি।”

মাসুদ রানা অভিযোগ করেন, পুলিশ এখনো আগের সরকারের প্রভাবমুক্ত নয়।

“বাংলাদেশ পুলিশে এখনো শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ১ লাখ ২০ হাজার সদস্য রয়েছে। এই বাহিনী সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়,” — বলেন তিনি।