দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে আসন্ন ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“দেশের প্রত্যেক নাগরিক—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার জায়গায়—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। সবাই যুক্ত হোন জাতির ঐক্যের এই উৎসবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন,
“রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য ভুলে আমরা আজ এক পতাকার নিচে, এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি সঞ্চয়ের সময়।”
সরকারি সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ১৭ অক্টোবর, বিকেল ৪টায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গণমাধ্যমে প্রত্যক্ষ সম্প্রচারের মাধ্যমে দেশব্যাপী কোটি মানুষ এই মুহূর্তের সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে।