আজ ‘জুলাই শহীদ দিবস’ — রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক দিবস

july shohid dibosh national mourning (1)

আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার স্মরণে রাষ্ট্রীয়ভাবে দিনটি শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। গতকাল (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সব মসজিদে শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সরকার ২০২৪ সালে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিনটি রংপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে স্মরণ করে নির্ধারণ করা হয়।

এছাড়া, ওই গণ-আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাকে স্মরণ করে দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে। ওই দিন দেশে সাধারণ ছুটি থাকবে বলেও জানানো হয়েছে।