জুলাই সনদ বাস্তবায়নে নতুন আলোচনায় যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন

julsonod bastobayan alochona jatio oikkomottyo commission

জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে আগামী সপ্তাহ থেকে পুনরায় আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম ধাপে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন, এরপর সেই আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসা হবে।

আজ শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান। জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্যের ভিত্তিতে রচিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা ও বাস্তবায়নের প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ করা জরুরি। এই লক্ষ্যে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে। এরপর তাদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে কমিশন। আশা করা যায়, স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই দফার আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক সুপারিশ ও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দফার আলোচনায় ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, যার কিছু ইতোমধ্যেই সরকার অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করেছে। দ্বিতীয় দফার আলোচনায় ২০টি সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়—যেখানে ১১টিতে সর্বসম্মত ঐকমত্য এবং বাকি ৯টিতে নোট অব ডিসেন্টসহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।