জুলাইয়ের তরুণদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

July Youth Contribution

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের তরুণদের গৌরবময় অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “তরুণরাই আজকের বাংলাদেশের মূল শক্তি। তারা জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে।”

সোমবার (১৪ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট এর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যখন এই সরকারের দায়িত্ব গ্রহণ করি, তখন দেশের অবস্থা ছিল এক ধ্বংসস্তূপের মতো। যেন একটি ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি। আমাদের হাতে কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছে। সেটাই আমাদের সাহস জুগিয়েছে।”

বিশ্বব্যাংক কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তরুণরা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। বিশেষ করে আমাদের মেয়েরা ও নারীরা অসামান্য ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে শুধু একটি ভৌগোলিক সীমানা হিসেবে না দেখে, একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা উচিত। আমরা আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি।”

ড. ইউনূস উল্লেখ করেন, “যেখানে বিশ্বের অনেক দেশে তরুণদের সংখ্যা কমছে, সেখানে আমাদের রয়েছে বিশাল যুব জনগোষ্ঠী। তাই বিশ্ব অর্থনীতির বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছি—তারা যেন তাদের কারখানা বাংলাদেশে সরিয়ে আনে। শিল্প খাতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা আমরা দিতে প্রস্তুত।”