কানাইঘাট লোভাছড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা, দায় ভারতীয় খাসিয়াদের

Bangladeshi killed at border

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের লোভাছড়া সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ নভেম্বর) রাতে কাজের সন্ধানে বাসা থেকে বের হন জামাল উদ্দিন। তবে রাতভর তিনি আর বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে পরিবার। পরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে বিজিবির টহল দল।

ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময়ে লোভাছড়া সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটেছে।

পরে কানাইঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। রোববার (২৩ নভেম্বর) সকালে লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

কানাইঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক দুর্গা কুমার বলেন,
“শনিবার রাতে লোভাছড়া সীমান্তে একজনের লাশ পড়ে আছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় থানায় নিয়ে আসা হয়।” ঘটনা তদন্ত করছে পুলিশ ও বিজিবি।