আগামী আগস্ট থেকে ছয় মাসব্যাপী পুনরায় শুরু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন দেশের ৫৫ লাখ নিম্নআয়ের পরিবার। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের আলী ইমাম মজুমদার জানান, “এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি ছয় মাস চলবে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রথম চার মাস এবং পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পুনরায় চালু থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে কার্যক্রম স্থগিত থাকবে।”
তিনি আরও জানান, “বর্তমানে দেশের খাদ্য মজুত সন্তোষজনক। তবে বন্যা পরিস্থিতি ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে চার লাখ মেট্রিক টন চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করবে সরকার।”
এছাড়া বেসরকারি খাতে অতিরিক্ত পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
মূল পয়েন্টগুলো সংক্ষেপে:
- আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি
- ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল
- উপকারভোগী: ৫৫ লাখ পরিবার
- কর্মসূচি চলবে আগস্ট-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চ
- সরকার আমদানি করবে ৪ লাখ মেট্রিক টন চাল
- বেসরকারি খাতে আমদানি হবে ৫ লাখ মেট্রিক টন চাল