খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে

Khaleda Zia ICU

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে যান।

আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
“গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

আহমেদ আজম খান জানান, খালেদা জিয়াকে সিসিইউ থেকে আইসিইউতে নেওয়ার পর এখন ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন,
“আমি টেকনিক্যাল টার্মে যেতে চাই না, শুধু এটুকু বলতে চাই—ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চিকিৎসায় যুক্ত হওয়া

বিএনপির এই নেতা জানান, খালেদা জিয়ার চিকিৎসায় আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত ছিলেন। নতুন করে চীনের চিকিৎসকরাও চিকিৎসা দলে যুক্ত হয়েছেন।
তিনি বলেন,
“সকলেই ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আল্লাহর হাতে সব।”

একাধিক অঙ্গ–সংক্রান্ত জটিলতায় ভুগছেন

এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক অঙ্গ–সংক্রান্ত জটিলতা রয়েছে।

২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা “অত্যন্ত সংকটজনক”। পরদিন তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থা এতটাই নাজুক যে বিদেশে উন্নত চিকিৎসার উপযোগী অবস্থাও নেই।

খালেদা জিয়ার পরিবার, চিকিৎসক এবং দলের নেতারা তাঁর জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়ে যাচ্ছেন।