বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “আমরা আশাবাদী, দেশনেত্রী সুস্থ হয়ে উঠবেন। এর আগেও আরও প্রতিকূল পরিস্থিতি থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে তার সুস্থতার জন্য দোয়া চাই।”
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে ঢাকায় আসতে পারেনি। পরবর্তী বিকল্প ব্যবস্থাও নেয়া হয়েছিল, তবে জরুরি সভা করে বোর্ড সিদ্ধান্ত দেয়—ঐ মুহূর্তে ফ্লাই করানো নিরাপদ হবে না।
“এ কারণেই বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে,” বলেন তিনি। তিনি আরও জানান, বেগম জিয়া কখন বিদেশে নেওয়া যাবে—তা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে।
ডা. জাহিদ বলেন, “আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞরাও তার শারীরিক অবস্থার ওপর গুরুত্ব দিয়ে নজর রাখছেন। দেশের সব মানুষের মতো তার চিকিৎসাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে বেগম জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।
মেডিকেল বোর্ডের সদস্যরা দৃঢ়তার সঙ্গে সবকিছু পরিচালনা করছেন জানিয়ে তিনি বলেন,
“যখন বোর্ড নিশ্চিত হবে যে তিনি নিরাপদে ভ্রমণের উপযোগী হয়েছেন, তখনই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।”
