বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ, গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো

Begum Khaleda Zia

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে আসেন।

দিবাগত রাত ১টা ১৮ মিনিটে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ৫২ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ফের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “হঠাৎ শারীরিক সমস্যার কারণে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন দেখা দেয়। এজন্য রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আপাতত তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, লন্ডন থেকে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটি বেগম খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো চেকআপের জন্য হাসপাতালে যাওয়া।