খালেদা জিয়া দেশে ফিরবেন কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে

Begum Khaleda Zia

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন। শনিবার (৩ মে) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, “যে বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়েল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন। তবে কখন তিনি পৌঁছাবেন, সেটি এখনো নিশ্চিত নয়। সময় নির্ভর করবে বিভিন্ন বিষয়ের ওপর। নিশ্চিত হলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেব।”

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়ার ফেরার কথা ছিল। তবে এখন তিনি ফিরবেন কাতারের রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। কাতারের আমির তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জেনে ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) প্রদান করেন। প্রায় চার মাস চিকিৎসা শেষে এবার তিনি দেশে ফিরছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়া দেশে ফিরছেন। স্বাভাবিকভাবেই নেতা-কর্মীদের মধ্যে আবেগ কাজ করছে। তাঁকে অভ্যর্থনা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সারা দেশের মানুষ প্রস্তুত আছে। শৃঙ্খলা বজায় রেখে রাস্তায় দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে খালেদা জিয়াকে স্বাগত জানানো হবে।”

সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়ার আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভাও করেন মির্জা ফখরুল।