খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান ব্যক্তিগত চিকিৎসকের

Begum Khaleda Zia health update

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

ডা. জাহিদ হোসেন জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিম খালেদা জিয়ার সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ-খবর রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এছাড়া বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছেন বলে জানান ডা. জাহিদ।

তিনি আবারও জোর দিয়ে বলেন, “ম্যাডামের চিকিৎসা নিয়ে গুজবে কান দেবেন না। তিনি নিবিড় চিকিৎসা পাচ্ছেন, এবং চিকিৎসা টিম সর্বোচ্চ চেষ্টা করছে।”