কুয়েত বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ করবে

Kuwait will hire more skilled manpower from Bangladesh

কুয়েত বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ করতে আগ্রহী। আজ ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে কুয়েতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত, যার মধ্যে পাঁচ হাজারেরও বেশি সামরিক সদস্য রয়েছে। কুয়েত আরও ডাক্তার, নার্স, এবং প্রকৌশলী নিয়োগের পরিকল্পনা করছে। বৈঠকে অর্থনৈতিক, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট ও ফিলিস্তিন ইস্যুতেও আলোচনা হয়।

বিদায়ী সাক্ষাৎকালে বলেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বলেন, ”বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। বিদায়ী রাষ্ট্রদূত আরো বলেন, কুয়েতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ দিতে আগ্রহী।”

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রদূত তার দেশের এই আগ্রহের কথা জানান। কুয়েত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিরও পরিকল্পনা করছে, বিশেষ করে জ্বালানি খাতে।

প্রধান উপদেষ্টা কুয়েতের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ‘বাংলাদেশের চমৎকার বন্ধু’ এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও তার ভূমিকা অব্যাহত রাখবেন।