লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরের ৩ যুবক

Young man missing Libya

ইতালি যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে আটকে পড়া মাদারীপুর সদর উপজেলার তিন যুবকের খোঁজ মিলছে না গত দুই মাস ধরে। পরিবারগুলো অভিযোগ করছে, স্থানীয় দালালদের প্রলোভনে পড়ে ওই যুবকরা লিবিয়ায় পৌঁছানোর পর ভয়াবহ নির্যাতনের শিকার হন এবং দফায় দফায় মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাদের কোনো খোঁজ মিলছে না।

নিখোঁজ তিন যুবক হলেন—মারুফ হোসেন (২০), মহিউদ্দিন মোড়ল (২০) ও সোলায়মান আকন (২০)। তাঁরা সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, স্থানীয় দালাল বাবুল মাতুব্বর ও হাওয়া বেগম তাদের ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে লিবিয়ায় পাঠান। ছয় মাস আগে দেশ ছাড়লেও গত দুই মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ নেই। এরমধ্যে পরিবারের সদস্যরা ভিটেমাটি বিক্রি ও চড়াসুদে টাকা এনে প্রায় ৯৮ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়েছেন।

সোলায়মান আকনের মা সালমা আক্তার বলেন, “ছেলেকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে একের পর এক মুক্তিপণ আদায় করেছে। সর্বশেষ ৩৫ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার পরও তার খোঁজ পাইনি। এখন উল্টো দালালদের হুমকির মুখে আছি।”

মারুফ হোসেনের বাবা ও মহিউদ্দিনের মামা বাবুল ফকির বলেন, “৬২ লাখ ৫০ হাজার টাকা দালাল চক্রের হাতে তুলে দিয়েছি। এখনো জানি না ওরা বেঁচে আছে কিনা।”

অভিযোগের বিষয়ে হাওয়া বেগম ও বাবুল মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। জানা গেছে, বাবুল মাতুব্বর দীর্ঘদিন মাদারীপুর শহরের চরমুগরিয়া সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন, তবে মামলার পর থেকে অনুপস্থিত রয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, “ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকি সংক্রান্ত বিষয়ও তদন্তাধীন।”