সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলী ফিরে আসার খবর ভাইরাল হলে ‘গুজব’ বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া কয়েকজনকে ফিরিয়ে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গুমঘর যা আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা থেকে ফিরে আসায় এম ইলিয়াস আলীকেও ফিরে পাবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ইলিয়াসপুত্র আবরার জানান আমরা এখনো আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলী ফিরে আসার খবর বিষয়ে জানতে চাইলে আবরার বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি- তারা যেন আমার বাবা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয়।
এর আগে বিগত ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে এম ইলিয়াস আলী নিখোঁজ হন। রাতে তার গাড়ি বনানী এলাকা থেকে উদ্ধার হলেও তিনি নিজে এবং তার গাড়িচালক উভয়েই নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ—সরকার তাকে ‘গুম’ করে রেখেছে। তাকে ফেরত পাওয়ার দাবির আন্দোলনে অনেক প্রাণহানিও হয়েছে। স্বামীর সন্ধান পেতে পরদিনই প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করেন তিনি। দুই পুত্র ও শিশুকন্যাকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় ইলিয়াসপত্নীকে প্রধানমন্ত্রী বলেন, অপেক্ষা করো, ধৈর্য ধরো, বিষয়টি দেখছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কিছুদিন পর গাজীপুরের পূবাইল থেকে লুনার মোবাইলে একটি ফোন আসে। এক নারী ফোন করে জানান, ইলিয়াস আলীকে পাওয়া যেতে পারে, দ্রুত পূবাইলে আসেন। বেশ কয়েকজন দলীয় নেতা ও র্যাব কর্মকর্তা মোশতাকসহ দ্রুত যান পূবাইলে। সেখানে যাওয়ার পর স্থানীয়রা জানান, একজন লোককে মাইক্রোবাসে করে সরিয়ে নেয়া হয়েছে। তবে ইলিয়াস আলীর সন্ধান আর পাননি।