লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম

mahfuz alam attack london

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। তাঁদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময় মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়। সেমিনার শেষে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন সেখানকার আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেছেন, মাহফুজ আলম গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বারবার হামলার শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, “গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারাও শেষ পর্যন্ত রক্ষা পাবে না।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল রাজনীতি শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে পারে। “সময় প্রমাণ করবে, মাহফুজ আলম সঠিক ছিলেন—যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান,” লিখেছেন নাহিদ ইসলাম।