মালয়েশিয়া আগামী কয়েক মাসে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে, যেখানে বাংলাদেশ পাবে সর্বোচ্চ অগ্রাধিকার—এমনটাই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশের সরকারি প্রতিনিধিদল বৃহস্পতিবার দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই অগ্রগতি অর্জন করেছে।
এক ভিডিও বার্তায় আসিফ নজরুল জানান, প্রথম দফায় ৭ হাজার ৯২৬ জন বাংলাদেশি কর্মীকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সকল রিক্রুটিং এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ তৈরি এবং নিরাপত্তাকর্মী, নার্স, কেয়ারগিভারসহ দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আলোচনা হয়েছে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মাল্টিপল ভিসা সুবিধা, অবৈধ কর্মীদের বৈধতা এবং নিয়োগকর্তার কারণে ভিসা নবায়নে বাধা পাওয়া শ্রমিকদের বিষয়ে।
উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ জানিয়ে বলেন, এই অগ্রগতি সরকারের আন্তরিক প্রচেষ্টার ফল, এবং মালয়েশিয়া-বাংলাদেশ শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।