মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বৈধ ভ্রমণ ভিসা থাকার পরও প্রবেশে বাধার মুখে পড়ছেন বাংলাদেশিরা। সম্প্রতি অন্তত ৯৮ জন বাংলাদেশি যাত্রীকে ‘নো টু ল্যান্ড’ (এনটিএল) প্রক্রিয়ায় বিমানবন্দরে আটকে রেখে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা থাকলেই প্রবেশের নিশ্চয়তা নেই। বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে ভুয়া নথি, পর্যটক ভিসায় অবৈধভাবে কাজের প্রবণতা এবং পূর্বের ওভারস্টে রেকর্ডের কারণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়। এসব কারণে অনেক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ঢাকার মিরপুরের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, “আমার হাতে ভিসা, রিটার্ন টিকিট ও হোটেল বুকিং ছিল। তবুও কেএলআইএ-তে আমাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়।”
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এনটিএল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত আর্থিক প্রমাণ না থাকা, ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট হওয়া, নথিতে অসঙ্গতি এবং পূর্বের অভিবাসন আইন ভঙ্গের রেকর্ড।
তাঁদের পরামর্শ, বাংলাদেশিদের ভ্রমণের আগে সঠিক নথি প্রস্তুত রাখা, পর্যাপ্ত নগদ অর্থ ও বৈধ কার্ড বহন করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেওয়া জরুরি। নিয়ম মেনে ভ্রমণ করলে ভবিষ্যতে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে বলেও মত দেন তারা।