মালয়েশিয়ায় সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসী ফেরত পাঠানো হয়েছে

deported-bangladeshis-malaysia

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে সাজাভোগ শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি অভিবাসীদের মধ্যে রয়েছেন ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতের ২ ও চীনের ২ জন নাগরিক।

মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইনের আওতায় তাদের কেএলআই (Kuala Lumpur International Airport) ১, ২ এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

এই অভিবাসীরা মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪) এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-র অধীন বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়েছিলেন। সাজাভোগ শেষে আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়েছে।

এ ধরনের কার্যক্রম মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে কড়া অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।