মালয়েশিয়া থেকে ৬০ জন অভিবাসী প্রত্যাবাসিত, তাদের মধ্যে বাংলাদেশিও আছেন

malaysia deports 60 immigrants including bangladeshis

মালয়েশিয়া থেকে ৬০ জন বিদেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–১ ও টার্মিনাল–২ ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেরত পাঠানোদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তারা সবাই কেদাহ প্রদেশের বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিক আছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে তারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। অপরাধগুলোর মধ্যে ছিল বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করা, কিংবা নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করা। নিজ নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ। তাকে সহায়তা করেন আরও আটজন কর্মকর্তা। কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, এই ধরনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও প্রয়োগমূলক কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।