মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

malaysia immigration bangladeshi detained

পর্যাপ্ত অর্থ, আবাসনের ব্যবস্থা ও স্পষ্ট ভ্রমণউদ্দেশ্য না থাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৩ জন বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সকালে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে এবং টার্মিনাল-২ থেকে আরও ৭০ জনকে আটক করা হয়েছে। টার্মিনাল-১ থেকে আটক ব্যক্তিদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরীয় নাগরিক রয়েছেন। টার্মিনাল-২ থেকে আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি রয়েছেন।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন বলেন, “যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকেই এ কাজ সম্পন্ন করতে হবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মোবাইল ফোনে এজেন্সির কিছু কর্মকর্তার ছবি পাওয়া গেছে, যা মানবপাচার সিন্ডিকেটে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। এসব ছবি নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

মোহাম্মদ শুহেইলি আরও বলেন, “মালয়েশিয়াকে যেন কেউ অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”