মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Muhammad Yunus

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ সোমবার দুপুরে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় দু’দেশের সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সফরে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি এক্সচেঞ্জ নোট স্বাক্ষরের কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১১ থেকে ১৩ আগস্টের এই সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ায় আরও জনশক্তি প্রেরণ ও বিদেশি বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। দ্বিতীয় দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর সমঝোতা স্মারক ও নোট বিনিময় অনুষ্ঠান হবে। একই দিন রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, বিজনেস ফোরাম এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

তৃতীয় দিন প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়ার চ্যান্সেলর ও নেগেরি সেম বিলান প্রদেশের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগ বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া ও আরসিইপি চুক্তিতে যোগদানের আবেদন জোরালোভাবে উপস্থাপন করা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।