প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মান্না: ‘ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে’

Manna Chief Adviser Meeting

ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশ বর্তমানে গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই মন্তব্যের কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’

তিনি আরও বলেন, বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনূস বলেন, দেশ বর্তমানে গভীর সংকটে রয়েছে এবং এই সংকটের মূলেই রয়েছে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র। মান্নার ভাষায়, “তিনি বলেন, ভারত আমাদের পরিবর্তন একেবারেই মেনে নিতে চায় না। পারলে এক দিনেই আমাদের ধ্বংস করে দিতে চায় এবং তারা যা যা করা প্রয়োজন, সব করছে।”

বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তাঁরা নির্বাচন নিয়ে তাঁর অবস্থানও জানতে চান। জবাবে অধ্যাপক ইউনূস জানান, ‘কম সংস্কার হলে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং যদি বেশি সংস্কার প্রয়োজন হয়, তবে আগামী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।’ তিনি নাকি প্রয়োজনে পদত্যাগপত্র লিখে দিতে চেয়েছেন—এই প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেছেন নেতাদের।

জাতীয় ঐক্যের ঘাটতি প্রসঙ্গে মান্না বলেন, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে, যা প্রধান উপদেষ্টাকে হতাশ করেছে। তবে তাঁরা বৈঠকে আশ্বস্ত করেছেন যে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবেন, আর এতে অধ্যাপক ইউনূস কিছুটা আশ্বস্ত হয়েছেন।

প্রধান উপদেষ্টা সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান মান্না। তিনি বলেন, ‘তিনি পদত্যাগপত্র লিখে ফেলেছিলেন, তবে অন্য উপদেষ্টারা তা পাঠাতে দেননি। তাঁকে ধরে রাখা হয়। এই অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি একটি বিস্তারিত কাহিনি শুনিয়েছেন।’

এ বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশবাসীর মধ্যে এই আলোচনা নতুন করে উদ্বেগ ও প্রত্যাশা উভয়ই তৈরি করেছে।