শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

March for Gaza

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে রাজধানী ঢাকায় আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বিশাল গণজমায়েত। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। বিকাল ৩টায় শুরু হবে এ কর্মসূচি।

এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজক সংগঠন জানিয়েছে, “এই প্রথম দেশের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনিদের প্রতি এক কাতারে সংহতি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবেন।”

বিশ্বব্যাপী ইউরোপ-আমেরিকা সহ বিভিন্ন দেশে শান্তিপ্রিয় মানুষজন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসছে। বাংলাদেশেও গত কয়েক মাস ধরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। এই ধারাবাহিকতায়ই এই বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অংশগ্রহণকারীদের জন্য ৫টি নির্ধারিত প্রবেশপথ:

সারাদেশ থেকে আগত মিছিলগুলো যাতে সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলে পৌঁছাতে পারে, সে জন্য আয়োজকেরা রাজধানীর বিভিন্ন দিক থেকে আগত মিছিলের জন্য পাঁচটি প্রবেশপথ নির্ধারণ করেছেন—

১. বাংলা মোটর দিক থেকে: শাহবাগ হয়ে রমনা গেট।
২. কাকরাইল মোড় থেকে: মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট।
৩. গুলিস্তান দিক থেকে: দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট।
৪. বকশীবাজার মোড় থেকে: শহীদ মিনার হয়ে টিএসসি গেট।
৫. নীলক্ষেত মোড় থেকে: ভিসি চত্বর হয়ে টিএসসি গেট।

ইসলামী সংগঠনের আহ্বান

খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামিক সংগঠন এ কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, দেশব্যাপী লাখো মানুষ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করবে।

এ আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকেরা অংশগ্রহণকারীদের নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।