সৌদি আরব ভ্রমণে ওমরাহ ও পর্যটন ভিসার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে কর্মী ভিসায় দেশটিতে যাওয়ার ক্ষেত্রে এ টিকা নেওয়ার প্রয়োজন হবে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যাঁরা ওমরাহ বা ভ্রমণ ভিসায় সৌদি আরবে যাবেন, তাঁদের ভ্রমণের ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে। তবে কর্মী ভিসায় যাঁরা যাচ্ছেন, তাঁদের জন্য এটি প্রযোজ্য নয়।”
বেবিচকের নির্দেশনা
বেবিচক সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্রমণের আগে টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখা বাধ্যতামূলক।
- টিকা ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে।
- এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে টিকার প্রয়োজন নেই।
- কেউ যদি গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকেন, তবে তাঁকে নতুন করে টিকা দিতে হবে না।
- এই নির্দেশনা ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
টিকা নিয়ে বিভ্রান্তি ও প্রতিবাদ
মেনিনজাইটিস টিকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আজ রাজধানীর পান্থপথে মধ্যপ্রাচ্যগামী কিছু যাত্রী বিক্ষোভ করেন। তাঁরা অভিযোগ করেন, টিকা না পাওয়ায় তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম বলেন, “কর্মী ভিসায় যাঁরা সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের টিকা নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”
ভ্রমণকারীদের জন্য সতর্কবার্তা
যাঁরা ওমরাহ, হজ বা পর্যটন ভিসায় সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সময়মতো মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে এবং টিকার সনদ সঙ্গে রাখতে বলা হয়েছে।
বেবিচকের এই নির্দেশনা কার্যকর হলে টিকা নিয়ে চলমান বিভ্রান্তি কমবে এবং ভ্রমণকারীদের জন্য প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।