Inter Miami vs LAFC—এই হাইভোল্টেজ ম্যাচে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির জোড়া গোলে লস অ্যাঞ্জেলেস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। দুই লেগ মিলিয়ে মিয়ামি জয় পায় ৩-২ গোলে।
প্রথম লেগে পিছিয়ে থাকা মিয়ামির বিপদ আরও বাড়ে নবম মিনিটে। লস অ্যাঞ্জেলেসের অ্যারন লং গোল করে দলকে এগিয়ে দেন। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেননি মেসি। ৩৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে বাঁ-পায়ের চমৎকার শটে সমতায় ফেরান আর্জেন্টাইন মহাতারকা।
তার আগে যদিও ৩১ মিনিটে ফ্রি-কিকে সরাসরি বল জালে পাঠালেও গোলটি বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। প্রতিপক্ষ গোলরক্ষক হুগো লরিস প্রস্তুত না থাকায় সেই গোল মেনে নেননি রেফারি।
৬১ মিনিটে নোয়াহ অ্যালেনের দূর থেকে নেওয়া চিপ শট গোলকিপার লরিস বুঝে উঠতে না পারায় সরাসরি জালে চলে যায়। এরপর ৮২ মিনিটে কর্নার থেকে গোলমুখে হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় মিয়ামি। মেসি সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে নিশ্চিত করেন দলের জয় এবং সেমিফাইনালের টিকিট।
কনক্যাকাফ কাপের সেমিফাইনালে মেসির ইন্টার মিয়ামি এখন আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।