শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক: অন্তর্বর্তী সরকার

milestone school plane crash protest

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবি “সম্পূর্ণ যৌক্তিক” বলে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার পর এক প্রেস বিবৃতিতে এই মন্তব্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, মাইলস্টোন ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, “নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যাম্পাসে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে আহত, নিহত ও নিখোঁজদের তথ্য হালনাগাদ করা হচ্ছে।”

শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার এই ঘটনায় দুঃখ প্রকাশ করছে এবং সেনা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।”

এছাড়া জনবহুল এলাকায় যেন ভবিষ্যতে প্রশিক্ষণ বিমান চালনা না হয়, সে ব্যাপারে বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও জানান আইন উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “আন্দোলনের কারণে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নিয়মিত পরীক্ষাগুলো শেষে ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনায় এক শিক্ষিকার আত্মত্যাগ ও বহু শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। শিক্ষার্থীরা দাবি জানায়: নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষতিপূরণ, মনস্তাত্ত্বিক সহায়তা, দোষীদের শাস্তি, তদন্ত কমিটি ও নিয়মিত তথ্য হালনাগাদের ব্যবস্থা।