মাইলস্টোন স্কুলে সীমিত পরিসরে ক্লাস শুরু

Milestone College

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানটি একটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং প্রাণঘাতী এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬৫ জন।

দুর্ঘটনার পর কলেজের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এবং মানসিকভাবে শিক্ষার্থীদের স্বাভাবিকতায় ফেরাতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, নিহতের সঠিক সংখ্যা এবং পরিচয় নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিদিন কন্ট্রোল রুম থেকে নিহত ও আহতদের হালনাগাদ সংখ্যা জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।