রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ৩ নম্বর সড়কের একটি পোশাক কারখানা ভবন ও পাশের রাসায়নিকের গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা পর্যন্ত কারখানার ভেতরে ও আশপাশে উদ্ধার অভিযান চলে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাতে সাংবাদিকদের জানান, “কারখানার ভবন থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর রাসায়নিকের গুদামে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে। এসব গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শ্রমিকদের অজ্ঞান করে দেয় এবং প্রাণঘাতী প্রভাব ফেলে।
তারা আরও জানান, আগুন খুব দ্রুত “ডেভেলপ স্টেজ” বা তৃতীয় ধাপে পৌঁছে যায়, ফলে অনেক শ্রমিক সময়মতো বের হতে পারেননি।
যে পোশাক কারখানার ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তার ছাদের দরজায় দুটি তালা লাগানো ছিল, ফলে শ্রমিকেরা ওপরে উঠে বাঁচতে পারেননি।
এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানা ভবন ও রাসায়নিকের গুদাম দুটিরই অগ্নিনিরাপত্তা সনদ ছিল না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের গুদামে এখনো আগুন জ্বলছে। ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে, এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। গুদামে ৬–৭ ধরনের রাসায়নিক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।