জুলাই আন্দোলনের গণহত্যা: শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত — মির্জা ফখরুল

mirza fakhrul demands-party-trial Awamilig july genocide

জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য কেবল শেখ হাসিনা নন, বরং দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি।” তিনি আরও বলেন, “দেশে হাজার হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এত দীর্ঘ সময় পার হলেও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।”

গণহত্যার বিচারে সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। “শুধু একজন ব্যক্তিকে দায়ী করে লাভ নেই। এটি ছিল দলীয়ভাবে পরিচালিত হত্যাযজ্ঞ। তাই দলীয়ভাবেই বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগকে,”—জোরালো ভাষায় বলেন বিএনপির মহাসচিব।

বর্তমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন এবং সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তাদের বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করা উচিত।”

তিনি দেশ বাঁচাতে ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।