দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেশে এখন রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। কিছু মহল অপতথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। বিএনপি সব সময় দায়িত্বশীল রাজনৈতিক আচরণের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে।”
অন্যদিকে সকালে ভিন্ন এক কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নিত, তাহলে এই সরকার টিকতে পারত না। আমরা সরকারের পতন নয়, বরং ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিএনপি কোনো ধরনের সহিংসতা চায় না, বরং গণতান্ত্রিক উপায়ে জনগণের আস্থা পুনরুদ্ধারেই বিশ্বাসী।
