মোদি বললেন, ‘স্বদেশী পণ্য কেনাই হবে ভারতের সেরা জবাব’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার কয়েকদিনের মধ্যেই পাল্টা বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২ জুলাই) নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে এক জনসভায় মোদি দেশবাসীকে আহ্বান জানান দেশীয় পণ্যের প্রতি মনোনিবেশ করতে।

মোদি বলেন, “আজ বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি দেশই নিজেদের স্বার্থ দেখছে। ভারতও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে, তাই আমাদেরও নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকতে হবে।”

তিনি দেশবাসীকে অনুরোধ করে বলেন, “প্রত্যেক ভারতীয় নাগরিকের স্বদেশী পণ্য কেনার সংকল্প নেওয়া উচিত। যে পণ্যের পেছনে একজন ভারতীয়ের শ্রম আছে, ঘাম আছে – সেটিই আমাদের জন্য স্বদেশী। আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের দিকেও মনোযোগ দেওয়া জরুরি।”

ব্যবসায়ীদের উদ্দেশে মোদি বলেন, “বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদের কেবল দেশীয় পণ্য বিক্রির দিকে মনোনিবেশ করতে হবে। এটাই হবে সত্যিকারের সংকল্প। এটিই হবে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

তিনি আরও বলেন, “এটা শুধু মোদির একার দায়িত্ব নয়। যেই রাজনীতিকই হোন না কেন, যে দলই হোক, আমাদের সবার উচিত দেশের স্বার্থে কথা বলা এবং স্বদেশী পণ্যের প্রতি জনগণকে উৎসাহিত করা।”

এর আগে গত বুধবার ট্রাম্প ভারত ও রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করেন এবং ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা নিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়।