দেশে আসছে মৌসুমি বৃষ্টি বলয় ‘স্পিড’, উপকূলে ভারি বৃষ্টির শঙ্কা

moushumi rain belt speed bangladesh

দেশের দিকে ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টি বলয় ‘স্পিড’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এ বৃষ্টি বলয়টি সক্রিয় থাকবে। এর মধ্যে ২২ থেকে ২৪ আগস্ট সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে।

এই বৃষ্টি বলয়টি আংশিক হলেও দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বৃষ্টি ঘটাতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে বিশেষ করে দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু স্থানগুলোতে সাময়িক প্লাবনের শঙ্কা রয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টদের মতে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এর বাইরে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলক কম হবে।

আসুন একনজরে দেখে নেই বৃষ্টি বলয় ‘স্পিড’ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে কতটুকু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাঁচ দিনে গড়ে কয়দিন বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগে ৮৫ থেকে ১৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, গড়ে ৩ দিন। খুলনায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, গড়ে ৪ দিন। বরিশালে ১৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গড়ে ৫ দিন। সিলেটে ৮০ থেকে ১৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, গড়ে ৩ দিন। ময়মনসিংহে ৯০ থেকে ১২০ মিলিমিটার, গড়ে ৩ দিন বৃষ্টিপাত হতে পারে। রাজশাহীতে ৬০ থেকে ৮০ মিলিমিটার, গড়ে ২ দিন। রংপুরে ৫৫ থেকে ১২০ মিলিমিটার, গড়ে ২ দিন। আর চট্টগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ১০০ থেকে ৩৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, গড়ে ৫ দিন।

মৌসুমি বৃষ্টি বলয় ‘স্পিড’-এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর নাম স্পিড, ধরন আংশিক মৌসুমি বৃষ্টি বলয়, সময়কাল ২১ থেকে ২৫ আগস্ট ২০২৫, সর্বাধিক সক্রিয় সময় ২২ থেকে ২৪ আগস্ট এবং কভারেজ দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা। এর প্রধান প্রভাব হবে ভারি বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (Bangladesh Weather Observation Team – BWOT) জানিয়েছে, এটি চলতি বছরের ১১তম বৃষ্টি বলয় এবং ৭ম মৌসুমি বৃষ্টি বলয়।