বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ল, কার্যকর ১ নভেম্বর ২০২৫ থেকে

MPO house rent Bangladesh

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া বৃদ্ধি করেছে সরকার। রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদান করা হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে। পাশাপাশি নিয়োগ ও আর্থিক বিধি-বিধান সংক্রান্ত সব নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তবে এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না বলে উল্লেখ করা হয়।

এছাড়া ভবিষ্যতে বাড়িভাড়া ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই তার দায়ভার বহন করবেন বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।