মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন মুহাম্মদ ইউনূস

muhammad yunus honorary doctorate from malaysia

মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই ডিগ্রির সনদ গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইউকেএম এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার গুরুত্ব ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

দিনের শুরুতে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে স্বাগত জানান এবং লালগালিচা সংবর্ধনা দেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

এটি মালয়েশিয়ার পক্ষ থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ শ্রদ্ধা ও আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।