জাতিসংঘে প্রধান উপদেষ্টা: টেকসই উন্নয়নে কার্যকর অর্থায়ন বাড়াতে হবে

muhammad yunus un sdg financing speech

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত “টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে” টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কার্যকর অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

অধ্যাপক ইউনূস এসডিজি বাস্তবায়নে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন— দেশীয় সম্পদ উত্তোলন, নবীন অর্থায়ন ও সামাজিক ব্যবসা, বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ ত্বরান্বিতকরণ।

তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যে বছরে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। এজন্য চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। নারী উদ্যোক্তা, যুবসমাজের সৌর শক্তি ও প্রযুক্তি ব্যবহার, বস্তিবাসী শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এসবই বাস্তব পরিবর্তনের প্রমাণ।”

তিনি আরও বলেন, সেভিলে অঙ্গীকার নতুন কাঠামো প্রদান করেছে, যা দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থ প্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করবে।

অধ্যাপক ইউনূসের ভাষায়, “মানবতা আমাদের আহ্বান জানায়— মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে হবে, যেখানে কাউকে পিছিয়ে থাকতে হবে না।”