মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যা করেছে সঠিক: অর্থ উপদেষ্টা

mustafiz ipl issue saleh uddin

আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “শুরুটা ভারত করেছে। বাংলাদেশ যা করেছে, সেটি সঠিক। প্রতিবাদ এমনই হওয়া উচিত।”

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে দুঃখজনক। তবে এ ঘটনার সূচনা বাংলাদেশ করেনি। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি বা বাণিজ্যে পড়বে না।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ কখনোই চায় না প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হোক। তবে যেকোনো সমস্যার সমাধান আলোচনার টেবিলে বসেই করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই ইস্যুতে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না এবং দুই দেশ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবে।