জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

mustafizur rahman birthday 29 years

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আজ ২৯ বছরে পদার্পণ করলেন। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই তারকা ক্রিকেটারকে বিশ্বজুড়ে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

মুস্তাফিজকে স্মরণ করেছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি শুভেচ্ছা জানায়।

বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব ছিল একেবারেই অনন্য। ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তার। মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে আফ্রিদি ও হাফিজকে আউট করে নজর কাড়েন তিনি। ওই ম্যাচে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায়।

মাত্র দুই মাস পর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন তিনি। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন মুস্তাফিজ—প্রথম দুই ওয়ানডেতেই ১১ উইকেট শিকার করা একমাত্র বোলার তিনি।

টেস্ট অভিষেকেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট—দুই ফরম্যাটের অভিষেকেই ম্যাচসেরা হওয়ার বিরল কৃতিত্ব গড়েন তিনি।

২০১৯ বিশ্বকাপে মুস্তাফিজ ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র। ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন। সেই বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ২০ উইকেট শিকার করে মিচেল স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন।

২০১৯ সালের ২২ মার্চ মুস্তাফিজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। এছাড়া ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে গিয়েই আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি পান তিনি।

আইসিসি বর্ষসেরা দলে জায়গা পাওয়া, অভিষেকে পাঁচ উইকেট শিকার, এবং ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়া মুস্তাফিজ আজও বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য বোলার।