ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

narayanganj nid polling card

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং কর্মকর্তাদের কার্ড এবং সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সেখানে পাঁচটি বস্তা ফেলে দ্রুত চলে যায়। স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে বস্তাগুলো পরীক্ষা করলে এনআইডি ও বিভিন্ন নির্বাচনী সামগ্রী দেখতে পান। মুহূর্তেই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “উদ্ধারকৃত কার্ডগুলো আমাদের হেফাজতে আছে। কারা ফেলে গেছে এবং কী উদ্দেশ্যে ফেলে গেছে—তা তদন্ত করা হচ্ছে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এনআইডি কার্ড ও পোলিং অফিসারদের কার্ড এবং সিল গাজীপুর সদর এলাকার। উদ্ধারকৃত সব সামগ্রী বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে।