ফেব্রুয়ারিতে হবে জাতির নবজন্মের মহোৎসব — প্রধান উপদেষ্টা ইউনূস

national consensus election february

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের পথে যে সাফল্য অর্জন করেছে, তা শুধু দেশের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্যও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “শুরুতে যখন কমিশনের ধারণা আসে, আমি নিশ্চিত ছিলাম না, এটি টিকবে কি না। কিন্তু আজ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি।”

তিনি আরও বলেন, কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত হবে। “এটি কেবল বাংলাদেশের সাফল্য নয়; বিশ্ব দেখবে কীভাবে আমরা সমস্যার সমাধান করলাম।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বারবার বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি হবে মহোৎসবের নির্বাচন, যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি। এই নির্বাচন কেবল নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম।”

তিনি জোর দিয়ে বলেন, “জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। ছাত্র-জনতার দেওয়া সুযোগের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এই নবজন্মের মাধ্যমে সব ত্যাগ ও রক্ত সার্থক হবে।”