বোন বিএনপির মনোনীত প্রার্থী, ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ

Natore 1 BNP

নাটোর-১ আসনে বহুদিনের ভাই-বোনের রাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে চরমে উঠেছে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে। দলটির পক্ষ থেকে আসনটিতে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল।

তবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারই বড় ভাই, জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ভাই-বোনের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাস্তায় নেমে এসেছে।

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় রাজনের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা পুতুলের প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে একই দিন সন্ধ্যায় গৌরীপুর বাজারে ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে জিল্লুর রহমান নামের এক ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে। আহত জিল্লুর নিজেকে রাজনের সমর্থক বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, “রাজনের পক্ষে অবস্থান নেওয়ায় পুতুলের সমর্থকেরা আমার ওপর হামলা করেছে।”

এ ঘটনায় আহত জিল্লুরের ভাই বাদী হয়ে সোমবার রাতে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর পুরো লালপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, পুতুল ও রাজন দুজনই নিজেদের অনুসারী গোষ্ঠীকে শক্ত অবস্থানে রেখেছেন। ফলে নির্বাচনের আগেই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে চলে এসেছে।