জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশ’ গড়ার ২৪ দফা ইশতেহার ঘোষণা

NCP Second republic manifesto

‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার বিকেলে শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণাপত্র তুলে ধরেন।

সমাবেশটি বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতা-কর্মী, সমর্থক এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও সমাবেশে অংশ নেন।

ইশতেহার ঘোষণার প্রেক্ষাপট

ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন,

“গত বছর এই দিনে শহীদ মিনার থেকেই ঘোষণা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক এক দফা আন্দোলন। সেই এক দফা ছিল জনগণের পক্ষ থেকে দেওয়া ঘোষণা, কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে নয়।”

তিনি আরও বলেন,

“২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। এই নতুন স্বাধীনতা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়—আমরা চাই ব্যবস্থার পরিবর্তন।”

নাহিদ ইসলাম সরকারের কাঠামোগত সংস্কারের বিষয়ে বলেন,

“গত এক বছরে বিভিন্ন বাধা সত্ত্বেও এনসিপি জনগণের পক্ষ হয়ে মৌলিক সংস্কারের অবস্থানে অনড় থেকেছে। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন গণতান্ত্রিক বিপ্লবের জন্য এই সংস্কারগুলো বাস্তবায়ন অপরিহার্য।”

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে:

১. নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. জাতি গঠনে শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. ইনসাফভিত্তিক অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮. শ্রমিক-কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি
২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণার শেষ অংশে নাহিদ ইসলাম বলেন,

“আপনাদের অভিযোগ-অনুযোগ ও প্রত্যাশাই আমাদের ভাবনায় প্রভাব ফেলেছে। তাই ঠিক এক বছর পর আবারও আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য এই ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।”