প্রধান উপদেষ্টার বৈঠকে এনসিপি: শেখ হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করুন

NCP at the Chief Advisors meeting

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সব জাতীয় ও স্থানীয় নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য। আজ রাত সোয়া ১০টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে নির্বাচন করিয়েছেন। সেই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাতের আঁধারে ভোট গ্রহণ ও ডামি প্রার্থীদের ভোট হয়েছে। এমন অনিয়ম ও কারচুপির নির্বাচন বিরোধী রাজনৈতিক দলগুলো শুরু থেকেই প্রত্যাখ্যান করেছিল।”

তিনি আরও বলেন, “সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো এখন আদালতে নিয়ে গিয়ে একধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই বিশৃঙ্খলা এড়াতে ওইসব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা জরুরি।”

নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।”

এসময় তিনি আরও জানান, এনসিপি পক্ষ থেকে জুলাই গণহত্যার বিচার, ‘জুলাই সনদ’ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের একটি সমন্বিত রোডম্যাপ একযোগে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মো. নাহিদ ইসলাম। দলের অন্যান্য সদস্যরা ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।