গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার (আজ) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার বিস্তারিত আমরা এখনও জানতে পারিনি। তদন্ত চলছে।”
ঘটনার পর এনসিপির অপর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইইউটি) ভেতরে নিরাপদে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলছেন।
হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে—এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।