জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে দলটি।
শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল।
নোটিশের জবাব পাওয়ার পর তা বিশ্লেষণ করে দেখা হয় যে, উল্লিখিত ঘটনার মাধ্যমে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। ফলে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়।