গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তরুণদের এই রাজনৈতিক দলটি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ চলমান রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করতে গেলে আমাদের ওপর মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়।”
তিনি অভিযোগ করেন, “সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আমাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। দেশীয় অস্ত্রশস্ত্র ও গুলিবর্ষণ করে হত্যার উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের ওপর জঙ্গি কায়দায় আক্রমণ চালানো হয়। হামলায় নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আক্রান্ত হন। পরে তাঁদের সহায়তায় আমরা গোপালগঞ্জ থেকে খুলনায় নিরাপদে পৌঁছাই।”
নাহিদ আরও বলেন, “এই হামলার কারণে আজকের (বুধবার) মাদারীপুর ও শরীয়তপুরের পথসভা স্থগিত করতে হয়েছে। তবে আজ (বৃহস্পতিবার) ফরিদপুরের সভা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকবে।”
তিনি আরও দাবি করেন, “গোপালগঞ্জ বর্তমানে ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে ছাত্রলীগের বিভিন্ন মামলার পলাতক নেতারা অবস্থান করছে এবং আজকের হামলাও ছিল একটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা।”
জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক সরকারকে ২৪ ঘণ্টার সময় দিয়ে বলেন, “এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি আসবে।” তিনি হামলার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের প্রতিবাদে অংশগ্রহণের জন্য ধন্যবাদও জানান।