নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। উপপ্রধানমন্ত্রীর পর এবার বিক্ষোভকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা। মঙ্গলবার সকাল থেকেই নেপালের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিক্ষুব্ধ জনতা নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এমনকি আগুন ধরানো হয়েছে নেপালের পার্লামেন্ট ভবনে। আগুনে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করা হলেও উত্তেজনা কমেনি।
এর আগে নেপালের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে রাস্তায় তাড়া করে মারধর করে বিক্ষোভকারীরা। মঙ্গলবার দুপুরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার দুপুরে নেপালের সুপ্রিম কোর্টে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাটর্নি জেনারেলের দফতরও।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করছে।